/anm-bengali/media/media_files/2025/02/19/4HhYHrPpo4pXLJeAamdC.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে NABU ও SAPO আইন স্বাক্ষর করা থেকে বিরত রাখতে শেষ মুহূর্তে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কাউন্সিল প্রধান আন্তোনিও কস্তা একযোগে চেষ্টা করেছিলেন বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২২ জুলাই তাঁরা টেলিফোনে জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করেন এবং আইনটি পাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। এই পদক্ষেপকে “শেষ মুহূর্তের চেষ্টার” অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, একই দিনে কিয়েভে অবস্থানরত জি-৭ রাষ্ট্রদূররাও প্রেসিডেন্টকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
NABU (ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো) ও SAPO (স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস)-এর স্বাধীনতা নিয়ে বিতর্কিত আইনটি নিয়ে দেশ-বিদেশে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/25/9OCGOtj2tdZA8fBPpx9t.jpeg)