ট্রাম্পের হামলাকে সমর্থন জানালেন নোবেলে শান্তি পুরস্কার পাওয়া মারিয়া কোরিনা মাচাদো ! বললেন মার্কিন হামলা একমাত্র উপায়

কি কারণে এই সমর্থন ?

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক চাপ ও নানান গৃহীত পদক্ষেপের জন্য এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। তিনি তার দেশের গণতন্ত্র আন্দোলনে এই "সিদ্ধান্তমূলক সহায়তার" জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপই "একমাত্র উপায়"।

donald Trump

তিনি বলেছেন যে গত ২৬ বছরে ভেনেজুয়েলার বিরোধী দল "তার সমস্ত প্রচেষ্টা নিঃশেষ করেছে" (exhausted all its efforts)। মাচাদোর মতে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো "যুক্তির কথা শোনেন না।''