/anm-bengali/media/media_files/2025/05/27/1000211669-436517.jpg)
নিজস্ব সংবাদদাতা : লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ জয়ের আনন্দ উৎযাপন চলছিল শহরজুড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে মেতেছিলেন। কিন্তু সেই খুশির মুহূর্তেই ঘটল এক আতঙ্কজনক ঘটনা—একজন চালক হঠাৎ গাড়ি তুলে দেন জনতার ভিড়ে।
/anm-bengali/media/media_files/2025/05/27/1000211670-556640.jpg)
স্থানীয় পুলিশ জানায়, সোমবার এই ঘটনা ঘটে যখন শহরের রাস্তায় বিজয় মিছিলে অংশ নিচ্ছিলেন বহু মানুষ। হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কয়েকজন পথচারীর ওপর। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলেই মনে করা হচ্ছে, তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় উৎযাপনের মধ্যে এক অজানা ভয়ের ছায়া নেমে আসে। তবে উৎসবে অংশ নেওয়া মানুষজনকে শান্ত থাকতে অনুরোধ করেছে প্রশাসন।
JUST IN: A driver struck pedestrians in Liverpool on Monday, police said, as thousands had gathered at a parade celebrating Liverpool Football Club's Premier League title. https://t.co/3d9Bvu2qg7
— ABC News (@ABC) May 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us