" নিজস্ব সংবাদদাতা: কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন কিয়েভ বাসিন্দা নিহত হয়েছেন। নতুন করে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।কেসিএমএর প্রধান তিমুর তাকাচেঙ্কো এই বিষয়ে জানিয়েছেন।"