/anm-bengali/media/media_files/Ay04jWJfikvsI2lHxqCX.jpg)
নিজস্ব সংবাদদাতা: বড়সড় ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার আচেহর সিংকিলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ ম্যাগনিটিউড। ভারতীয় সময় ৪ টে বেজে ৭ মিনিটে ( আঞ্চলিক সময় ২৫ মে রাত ১০ টা বেজে ৩৭ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
4.8 magnitude #earthquake. 124 km from Singkil, #Aceh, Indonesia https://t.co/rCbDMs635k
— Earthquake Alerts (@QuakesToday) May 25, 2023