ইউক্রেন ইস্যুতে নতুন প্রস্তাব দিলেন লাভরভ

মালয়েশিয়ায় রুশ-আমেরিকান শীর্ষ কূটনীতিকদের ‘খোলামেলা আলোচনা’, ইউক্রেন ইস্যুতে নতুন প্রস্তাব দিলেন লাভরভ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-10 10.18.11 PM

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও আমেরিকার শীর্ষ কূটনীতিকরা বৃহস্পতিবার মালয়েশিয়ায় এক বৈঠকে অংশ নেন, যেখানে "খোলামেলা আলোচনা" অনুষ্ঠিত হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে। এই বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একটি “নতুন ধারণা” পেশ করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মালয়েশিয়ায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষের মধ্যে "সরাসরি ও স্পষ্ট মতবিনিময়" হয়েছে। মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, “সের্গেই লাভরভ ইউক্রেন সংকট নিয়ে একটি নতুন ধারণা দিয়েছেন। আমরা তা গুরুত্ব সহকারে বিবেচনা করব, যদিও এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।” রাশিয়া-আমেরিকা সম্পর্ক দীর্ঘদিন ধরেই ইউক্রেন যুদ্ধ, নিরাপত্তা এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এমন একটি বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে রুশ পক্ষ থেকে ‘নতুন ধারণা’-র বিস্তারিত কিছু জানানো হয়নি, এবং হোয়াইট হাউসও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বিশ্লেষকদের মতে, এই আলোচনার মধ্য দিয়েই হয়তো ইউক্রেন সংকট সমাধানের জন্য নতুন কোনো কূটনৈতিক পথ উন্মুক্ত হতে পারে।