ফের ইউক্রেনে বড়মাপের ড্রোন হামলা চালালো রাশিয়া ! বড় আপডেট দিল ইউক্রেন

কি বড় আপডেট দিল ইউক্রেন ?

author-image
Debjit Biswas
New Update
drone attack

নিজস্ব সংবাদদাতা : ফের একবার ইউক্রেনে এক বড়মাপের ড্রোন হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী এই বিষয়ে জানিয়েছে যে,''আজ ইউক্রেনের আকাশসীমায় মোট ৬৯টি ইউএভি (UAVs/ড্রোন)-এর আক্রমণ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনীয় বাহিনী সফলভাবে ৩৪টি ড্রোনকে গুলি করে নামাতে বা অকেজো করতে (shot down/suppressed) সক্ষম হয়েছে।''

Drone

কিন্তু উদ্বেগের বিষয় হল এই যে বেশকিছু ড্রোন নিজের টার্গেটে সফলভাবে আঘাত হানতে সফল হয়েছে। ইউক্রেনের ৯টি স্থানে মোট ৩২টি অ্যাটাক ড্রোনের (attack drones) আঘাত নিশ্চিত করা হয়েছে। তবে বেশ কয়েকটি শত্রু ইউএভি (enemy UAVs) এখনও ইউক্রেনের আকাশসীমায় সক্রিয় রয়েছে। রাশিয়া এই বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে।