New Update
/anm-bengali/media/media_files/xKaubFW0hd91hFDm7wBX.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পরপর ভূমিধসে বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। জখম হয় আরও ৩০ জন। শুক্রবার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকুইজ।
গত ২৪ ঘণ্টা ধরে টানা বৃষ্টি চলছে কলম্বিয়ার উত্তর-পশ্চিমে চকো প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার বিকালে সেখানে ভয়াবহ ভূমিধস হয়। হঠাৎ করে ভূমিধস নামায় বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে যায়। ধ্বংসাবশেষ চাপা পড়ে ২৩ জন মারা যায়। গুরুতর জখম আরও অনেকেই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেডেলিন এবং কুইবডো শহরের বিস্তীর্ণ এলাকা। সংযোগকারী রাস্তাটি সাময়িকভাবে এখন বন্ধ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us