ট্রাম্পের দাবিকে সরাসরি খারিজ করলো রাশিয়া,মুখ পুড়লো ট্রাম্পের ! দেখুন বড় খবর

ফের মুখ পুড়লো ট্রাম্পের।

author-image
Debjit Biswas
New Update
putin trump

নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ত্রিমুখী বৈঠকের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানিয়েছেন,''পুতিন ও ট্রাম্পের মধ্যে এমন কোনও বৈঠকের বিষয়ে কোনও চুক্তি হয়নি।''

সম্প্রতি, ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিন এবং জেলেনস্কির সঙ্গে একটি ত্রিমুখী বৈঠক আয়োজন করবেন। কিন্তু ক্রেমলিন তার এই দাবিকে সরাসরি উড়িয়ে দিয়েছে।

Putin

আজ রাশিয়ার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উশাকভ বলেন, "গণমাধ্যমে যা প্রচার করা হচ্ছে, তা আমাদের সম্মতির সঙ্গে ঠিক মেলে না। এখন তারা আবার একটি ত্রিমুখী বৈঠকের কথা বলছে। কিন্তু, আমি যতটুকু জানি, পুতিন এবং ট্রাম্পের মধ্যে এই বিষয়ে কোনও চুক্তিই হয়নি।"