New Update
/anm-bengali/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-10am-2025-07-26-10-02-02.png)
নিজস্ব সংবাদদাতা: খারকিভে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে শত্রু হামলার পর ধ্বংসাবশেষ অপসারণের কাজ সম্পন্ন হয়েছে, জানিয়েছে ইউক্রেনের স্টেট এমারজেন্সি সার্ভিস (SES)।
এই হামলায় ১৭ জন আহত হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। ৪ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
/anm-bengali/media/post_attachments/e1431466-3d6.png)
ধ্বংসস্তূপ সরানোর কাজে ডজনেরও বেশি SES কর্মী, বিশেষায়িত যন্ত্রপাতি, কুকুরসহ অনুসন্ধানকারী দল, বোমা নিষ্ক্রিয়কারী (pyrotechnicians) ও মনোবিজ্ঞানীরা যুক্ত ছিলেন।
ঘটনাস্থলে এখনো টহল দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা এবং আহতদের চিকিৎসা চলছে নিকটবর্তী হাসপাতালে। SES জানিয়েছে, উদ্ধার ও সহায়তার কাজ যথাসময়ে শুরু হওয়ায় বড় বিপর্যয় কিছুটা হলেও এড়ানো গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us