BREAKING: কারোর কাছেই আত্মসমর্পণ করবে না ইরান ! ফের হুঙ্কার দিলেন খামেনি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
khamenei

নিজস্ব সংবাদদাতা : ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রীয় হামলার পর,আজ প্রথম সামাজিক মাধ্যমে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। তিনি বলেন,''ইরান কখনও কারোর অধিকার লঙ্ঘন করেনি এবং কেউ যদি ইরানের অধিকার লঙ্ঘন করতে চায়,তাহলে সেটাও ইরান সহ্য করবে না।” আজ রবিবার এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, “আমরা কারোর সামনেই আত্মসমর্পণ করব না। এটাই ইরানি জাতির যুক্তি।” এই বিবৃতির সঙ্গে একটি অগ্নিসংযোগের চিত্রও শেয়ার করা হয়েছে, যেখানে একটি জ্বলন্ত আমেরিকান পতাকা এবং আগুনে পুড়ে যাওয়া কয়েকটি ভবনের চিত্র দেখা যাচ্ছে। খামেনির এই বিবৃতির মাধ্যমেই ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কখনও পিছপা হবে না।

iran leader khamenei