শিশুদের একতরফা প্রত্যাবাসনে স্থগিতাদেশ কর্ণাটক হাই কোর্টের

শিশুদের একতরফা প্রত্যাবাসন রোখার আর্জি, হাই কোর্টের নির্দেশ: আদালতের না জানালে বহিষ্কার নয়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজেস্ব সংবাদদাতা: কর্ণাটক হাই কোর্টে শিশুদের হঠাৎ করে এবং একতরফাভাবে দেশের বাইরে পাঠানো (deportation) বন্ধে রিট পিটিশন দায়ের হয়েছে। আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিনা পিল্লাই এবং কেন্দ্র সরকারের পক্ষে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল (ASG)।

আদালত জানিয়েছে, জাতিসংঘের শিশু অধিকার সনদ (UNCRC) অনুযায়ী প্রত্যেক শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনা করা বাধ্যতামূলক। সেই দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিস্তারিত শুনানির দাবি রাখে বলে আদালত পর্যবেক্ষণ করেছে।

তবে ASG-এর তরফে জানানো হয়, সংশ্লিষ্ট শিশুদের নামে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভ্রমণ নথি নেই। সেই অনুযায়ী, আদালতের মতে, এখনই তাদের হঠাৎ প্রত্যাবাসনের আশঙ্কা বাস্তবসম্মত নয়।

তবুও, আদালত নির্দেশ দিয়েছে যে, উভয় পক্ষ নিজেদের বক্তব্য লিখিত আকারে দাখিল করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে আপত্তিপত্র জমা দিতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির (১৮ আগস্ট, ২০২৫) আগে কোনো ধরনের প্রত্যাবাসন পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না, এবং যদি এমন কোনো পরিকল্পনা থাকে, তা অবশ্যই আদালতের অনুমতি নিয়ে করতে হবে।

এই নির্দেশের ফলে সংশ্লিষ্ট শিশুদের একতরফা বহিষ্কারের ওপর আপাতত স্থগিতাদেশ জারি হয়েছে বলে আইনি মহলে মনে করা হচ্ছে।