“নেতৃত্ব নয়, ব্যর্থতা”— ১০০ দিনের মাথায় ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন কমলা হ্যারিস

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্প সরকারের বিরুদ্ধে প্রথম বড় সমালোচনা করলেন। বললেন, “আমেরিকার আদর্শগুলো আজ অবহেলিত, মানুষ সাহস করে প্রতিবাদ করছে।” বিস্তারিত পড়ুন।

author-image
Debapriya Sarkar
New Update
Kamla

নিজস্ব সংবাদদাতা : সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ফের একবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন। কমলা হ্যারিস বলেন, “মানুষ এমন একজন নেতা চায়, যে তাদের জীবন ভালো করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ট্রাম্পের সরকার ঠিক উলটো কাজ করছে।”

x

তিনি এই কথাগুলো বলেন সান ফ্রান্সিসকোতে ‘ইমার্জ গালা’ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি নারীদের রাজনীতিতে উৎসাহ দিতে আয়োজন করা হয়। হ্যারিস বলেন, “নতুন সরকারের ১০০ দিন পেরিয়ে গেছে। এই সময়ে আমরা দেখেছি, কীভাবে দেশের মূল্যবান আদর্শগুলো নষ্ট করা হয়েছে। তবে মানুষ চুপ নেই, তারা সাহস করে কথা বলছে, রাস্তায় নামছে।” তিনি আরও জানান, “আমি আশা করি আমেরিকার মানুষ আবার একজোট হয়ে তাদের অধিকার ও ভবিষ্যতের জন্য লড়বে।”এই বক্তব্যে মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এলেন কমলা হ্যারিস।