New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ সময়ের পর ভারত-চীন সীমান্তে স্থিতিশীলতা ফিরে আসায়, চলতি বছরের জুন মাস থেকে নাথুলা পাস হয়ে কৈলাশ মানসরোবর যাত্রা পুনরায় শুরু হচ্ছে। ২০১৭ সালের ডোকলাম সংঘর্ষ এবং পরবর্তীতে কোভিড-১৯ মহামারির কারণে এই যাত্রা প্রায় পাঁচ বছর স্থগিত ছিল। বহু তীর্থযাত্রী ও ভক্তদের জন্য এটি এক আনন্দদায়ক ঘোষণা, কারণ কৈলাশ মানসরোবর যাত্রার ক্ষেত্রে এই পথটি অপেক্ষাকৃত সহজ এবং জনপ্রিয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।
/anm-bengali/media/media_files/YUDB2QsaHpvzIpkL5P1S.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us