সংসদের শেষদিনে এ কি কান্ড ঘটালেন জাস্টিন ? তোলপাড় সারা বিশ্ব

কি এমন কান্ড ঘটালেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Justin Trudeau

নিজস্ব সংবাদদাতা : আজ এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল কানাডার সংসদ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সংসদে তার শেষ মুহূর্তে নিজেই একটি চেয়ার হাতে নিয়ে বেরিয়ে এলেন, যা এক চরম হাস্যকর দৃশ্য ছিল। এই ছবি ইন্টারনেটে আসার সাথে সাথেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পরে। অনেকেই এই বিষয়টিকে একটি নিছক মজা হিসেবে দেখলেও, অনেকেই আবার এই বিষয়টি নিয়ে তাদের বিরক্তি প্রকাশ করেছেন।

JUSTIN

কিছু মানুষ আবার এমনটাও ভাবছেন, যে এই কাজের মাধ্যমে কিছু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী।