/anm-bengali/media/media_files/2025/08/06/screenshot-2025-08-06-003333-2025-08-06-00-33-54.jpg)
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হয়। আগত ছাত্র-জনতাও পড়েন বিড়ম্বনায়। তারপরও সব উপক্ষো করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দিয়েছেন হাজারো জনতা। মানিক মিয়া এভিনিউর আশাপাশসহ পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নেমেছে।
/anm-bengali/media/post_attachments/0a3688dd-6a9.png)
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জুড়ে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় বাংলাদেশে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, "আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসি নাই। আমরা একটি শপথগ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না। আমরা প্রতিষ্ঠা করব একটি জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র।"
/anm-bengali/media/post_attachments/eb0707c5-1f7.png)
এদিকে, স্বৈরাচার বিরোধী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ। জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে স্মরণে রাখতে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ‘ অনুষ্ঠান। আজকের দিনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ঢাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ র্যাবের বিশেষ নিরাপত্তা বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us