ইরান-সংশ্লিষ্ট ওষুধ কারখানায় জর্ডানের হামলা!

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরান-সংশ্লিষ্ট একটি মাদক কারখানায় হামলা চালিয়েছে জর্ডান।

New Update
,ম্নবভ

নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরান-সংশ্লিষ্ট একটি মাদক কারখানায় হামলা চালিয়েছে জর্ডান। সূত্রে খবর, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দিরা প্রদেশে ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্ত একটি পরিত্যক্ত মাদক কারখানায় হামলা চালানো হয়।

জর্ডান সীমান্তের নিকটবর্তী সুইদা প্রদেশের শাব গ্রামে আরেকটি হামলায় সিরিয়ার মাদক সম্রাট মারি আল-রামথান ও তার পরিবার নিহত হয়। মাদক ব্যবসার ওপর নজর রাখা সিরীয় গবেষক রায়ান মারুফ বলেন, "রামথানের বাড়ি ও স্থাপনা দুটিই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।" মারুফ বলেন, 'খারাব আল শাহেমের দিরা শহরের মাদক কারখানাটি হিজবুল্লাহর অর্থ পাচারকারীদের মিলনস্থল ছিল বলে ধারণা করা হচ্ছে।' 

জর্ডান ও আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার একটি বড় মাদক ব্যবসায়ী রামথান শত শত বেদুইন পরিবহনকারীকে নিয়োগ করেছে, যারা দক্ষিণ সিরিয়ায় প্রভাবশালী ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়াদের দলে যোগ দেয়।

মাদক পাচারের দায়ে জর্ডানের আদালত সাম্প্রতিক বছরগুলোতে তার অনুপস্থিতিতে বেশ কয়েকবার তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে বিচার বিভাগীয় সূত্রগুলো জানিয়েছে। দুটি আঞ্চলিক গোয়েন্দা সংস্থা এবং দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি পশ্চিমা কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে জর্ডানের যুদ্ধবিমানগুলো সিরিয়ার অভ্যন্তরে এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর বিরল অভিযানে মাদক সম্পর্কিত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।