নিজের ব্যর্থতা মুছে ফেলতে চাইছেন ট্রাম্প ! এবার ডোনাল্ড ট্রাম্পকে কড়া আক্রমণ করলেন জো বাইডেন

কি বললেন জো বাইডেন ?

author-image
Debjit Biswas
New Update
Joe Bidenq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি একটি নির্বাচনী সভা থেকে ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া আক্রমণ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন,''এখন কঠিন সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার অতীতের যাবতীয় ব্যর্থতাগুলি "মুছে ফেলতে" চাইছেন এবং ইতিহাসকে নতুনভাবে লিখতে চাইছেন।''

donald trump

এরপর ট্রাম্পের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন,''আমরা ভুলে যেতে পারি না কীভাবে আমাদের গণতন্ত্র, মূল্যবোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হয়েছিল। ট্রাম্প আজ যা বলছেন, তা বাস্তব থেকে অনেক দূরে। তিনি তাঁর প্রশাসনের ব্যর্থতাগুলিকে ঢেকে দিতে চাইছেন, এবং সত্যকে বিকৃত করছেন।"