আগেই জিতে গেছেন পুতিন ! এবার ট্রাম্পকে তুলোধোনা করলেন প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

কি বললেন জন বোল্টন ?

author-image
Debjit Biswas
New Update
220325163503-putin-zelensky-trump-split

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৫ই আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে চলেছে ট্রাম্প-পুতিন বৈঠক। কিন্তু তার আগেই এবার ডোনাল্ড ট্রাম্পকে তুলোধোনা করলেন তারই প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন,''পুতিন একটি দুর্বৃত্ত রাষ্ট্রের একজন pariah/পারিয়াহ  (বহিষ্কৃত) নেতা, যিনি ইউক্রেনের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়েছেন। কিন্তু ট্রাম্প-পুতিন বৈঠকের কারণে এই যুদ্ধে অনেক আগেই জিতে গেলেন তিনি।'' প্রাক্তন এই নিরাপত্তা উপদেষ্টা মনে করেন যে, পুতিনকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর ফলে ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে যাবে এবং এটি রাশিয়ার জন্য একটি কূটনৈতিক জয়লাভ হবে।

putin zelensky