BREAKING: চরমে মাস্ক-ট্রাম্প বিবাদ ! এরমাঝেই বড় টুইট করলেন ভ্যান্স, দেখুন বড় খবর

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা সিইও (CEO) এলন মাস্কের মধ্যের বিবাদ এইমুহূর্তে চরম আকার ধারণ করেছে। আর ঠিক এইসময়েই একটি বড় টুইট করলেন আমেরিকার উপ রাষ্ট্রপতি জে.ডি.ভ্যান্স। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''আমার জীবনে ট্রাম্পই এমন একজন মানুষ, যিনি তাঁর দলের মানুষের বিশ্বাস সবচেয়ে বেশি পরিমানে অর্জন করেছেন। আমি গর্বের সঙ্গে তাঁর পাশে আছি।"

x