নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া ও ইউক্রেন সংঘাতের মাঝেই এক বড় মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স। তিনি বলেন,''রাশিয়ানরা এটা মেনে নিয়েছে যে কিয়েভে একটি পুতুল সরকার কখনোই বসানো যাবে না, যদিও এটি তাদের প্রথম দিকের অন্যতম প্রধান দাবি ছিল।" অর্থাৎ নিজের এই মন্তব্যের মাধ্যমে ভ্যান্স এটাই বোঝাতে চাইলেন যে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ইতি টানতে কিছুটা নরম হচ্ছে রাশিয়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/16/dVRWu9e1ZNUNj9EAW1jP.jpg)
ইউক্রেনে পুতুল সরকার বসাতে পারবে না রাশিয়া ! বড় মন্তব্য করলেন জে ডি ভ্যান্স
কি বললেন ভ্যান্স ?
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া ও ইউক্রেন সংঘাতের মাঝেই এক বড় মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স। তিনি বলেন,''রাশিয়ানরা এটা মেনে নিয়েছে যে কিয়েভে একটি পুতুল সরকার কখনোই বসানো যাবে না, যদিও এটি তাদের প্রথম দিকের অন্যতম প্রধান দাবি ছিল।" অর্থাৎ নিজের এই মন্তব্যের মাধ্যমে ভ্যান্স এটাই বোঝাতে চাইলেন যে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ইতি টানতে কিছুটা নরম হচ্ছে রাশিয়া।