BREAKING: আশা করি আমাদের দলে আবার ফিরে আসবে ! এলন মাস্ককে নিয়ে বড় বার্তা দিলেন জে.ডি ভ্যান্স

কি বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি ভ্যান্স ?

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি এলন মাস্ক এক্স (টুইটার)-এ একটি পোস্টে লিখেছিলেন, “ডোনাল্ড ট্রাম্পের নাম জেফরি অ্যাপস্টেইনের ফাইলগুলোতে রয়েছে। এটাই আসল কারণ যে কেন সেই ফাইলগুলি এখনও প্রকাশ করা হয়নি।” এরপর পোস্টটি দ্রুত ভাইরাল হলেও কিছুক্ষণের মধ্যেই মাস্ক সেটি মুছে ফেলেন, এবং এর কোনও ব্যাখাও তিনি দেননি। আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি ভ্যান্স। তিনি বলেন,''ডোনাল্ড ট্রাম্প অ্যাপস্টেইনের সঙ্গে কিছুই করেননি। আমি আশা করি, এলন একদিন আবার আমাদের দলে ফিরে আসবেন।”

vance