New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : নিজের আন্তর্জাতিক সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজ আর্জেন্টিনার মাটিতে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই এক দারুন আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক উষ্ণ অভ্যর্থনা জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে। সাক্ষাতের সময়, সামনে পেয়েই মোদিকে জড়িয়ে ধরলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে। দুই দেশের দুই প্রধানের এই সাক্ষাৎ, দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/05/whatsapp-image-2025-07-05-at-2025-07-05-20-55-27.jpeg)
#WATCH | President of Argentina, Javier Milei and PM Narendra Modi share a hug as the Argentinian President welcomes the PM in the capital city, Buenos Aires.
— ANI (@ANI) July 5, 2025
(Source - ANI/DD) pic.twitter.com/aAW9XRkcgo