New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ বুধবার জাপানের হোক্কাইডোর পূর্ব উপকূলে প্রায় ৪.২ ফুট (১.৩ মিটার) উচ্চতার একটি বিশাল বড় ঢেউ আছড়ে পড়ার পরেই জাপানের হোক্কাইডোতে সুনামির পূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। এই জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ''দেশজুড়ে ২০ লাখেরও বেশি মানুষকে স্থানীয়ভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'' যদিও কিছু অঞ্চলে সুনামি সতর্কতা হালকা করে দিয়ে শুধুই জরুরি পরামর্শ মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু হোক্কাইডো ও তোহোকু অঞ্চলে এখনও পূর্ণ সতর্কতা জারি রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে,''সুনামির ঢেউ একাধিকবার আঘাত হানতে পারে, তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে এই সতর্কতা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আশ্রয়স্থল না ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/30/hawai-traffic-jam-2025-07-30-10-20-00.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us