জাপান সাগরের উপকূলে রুশ বিমান!

প্রশান্ত মহাসাগর ও জাপান সাগরের উপকূলে রাশিয়ার 'গোয়েন্দা তথ্য সংগ্রহকারী' বিমানের সন্ধান পাওয়া গেছে।

author-image
Aniruddha Chakraborty
25 May 2023
জাপান সাগরের উপকূলে রুশ বিমান!

নিজস্ব সংবাদদাতাঃ প্রশান্ত মহাসাগর ও জাপান সাগরের উপকূলে রাশিয়ার 'গোয়েন্দা তথ্য সংগ্রহকারী' বিমানের সন্ধান পাওয়ার পর বৃহস্পতিবার জাপান যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে দেশটির জয়েন্ট স্টাফ জানিয়েছে।

জয়েন্ট স্টাফের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, একটি রুশ বিমান জাপানের উত্তর থেকে পশ্চিম উপকূলের কিছু অংশ অতিক্রম করে এবং অন্যটি বিপরীত উপকূল বরাবর একই পথে যাত্রা করে এবং একই পথে ফিরে আসে।

জবাবে এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের নর্দার্ন এয়ার ফোর্স ও অন্যান্য ইউনিটের যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে।