New Update
/anm-bengali/media/media_files/RtcZh8eKp6QAqe4pRfQJ.jpg)
নিজস্ব সংবাদদাতা : জাপানের ইওয়াতে (Iwate) উপকূলের কাছে আজ দুপুরে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। এই ভূমিকম্পের ফলে উপকূলীয় এলাকায় সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/30/tsunami-alert-2025-07-30-10-07-44.jpg)
এই বিষয়ে জাপান আবহাওয়া সংস্থা (JMA) জানিয়েছে, ইওয়াতে উপকূলে ১ মিটার (প্রায় ৩ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ উপকূলের কাছাকাছি থাকা মানুষদের অবিলম্বে উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সরকারি সম্প্রচারকারী সংস্থা এনএইচকে (NHK) বারবার উপকূল এলাকা এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা দিচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে এই এলাকায় আফটারশক এবং বিদ্যুৎ বিভ্রাটের খবর রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us