ট্রাম্পকে ‘সরানোর’ বার্তা?‘ ৮৬ ৪৭’ লিখে বিতর্কে জড়ালেন প্রাক্তন FBI প্রধান জেমস কোমি

সমুদ্রতীরে ‘৮৬ ৪৭’ লিখে ছবি পোস্ট করেছিলেন জেমস কোমি। অনেকে ভাবেন, এটি ট্রাম্পকে হুমকি। বিতর্ক বাড়তেই পোস্ট মুছলেন কোমি। সিক্রেট সার্ভিসও শুরু করেছে তদন্ত।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন এফবিআই ডিরেক্টর জেমস কোমি সমুদ্রতীরে শাঁস দিয়ে ‘৮৬ ৪৭’ লিখে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। পরে তা ঘিরে বিতর্ক শুরু হলে তিনি পোস্টটি সরিয়ে দেন।

publive-image

কেন এই বিতর্ক? মার্কিন রেস্তরাঁ সংস্কৃতিতে “৮৬” মানে কিছু বাদ দেওয়া বা সরিয়ে ফেলা। আর “৪৭” দিয়ে বোঝানো হচ্ছে ট্রাম্প, যিনি ৪৭তম প্রেসিডেন্ট। অনেকে ধরে নেন, এটি ট্রাম্পকে সরিয়ে দেওয়ার বার্তা। তবে কোমি বলেন, তাঁর স্ত্রীর পরামর্শে মজার ছলে পোস্টটি করেন, কোনও সহিংসতার ইঙ্গিত দিতে চাননি।

এই নিয়ে সিক্রেট সার্ভিস তদন্ত করে, কোমিকে প্রশ্নও করা হয়। তিনি জানান, “তাঁরা পেশাদারভাবে প্রশ্ন করেছে, আমিও সব ব্যাখ্যা দিয়েছি।”