ভারত-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার কারণ ! মস্কোয় ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন জয়শঙ্কর

ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে কি বড় মন্তব্য করলেন জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
s jaishankar    n

নিজস্ব সংবাদদাতা : আজ মস্কোয় ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে এক বড় মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন,''আমরা আমাদের সম্পর্কের চিরন্তন বৈশিষ্ট বজায় রেখে আমরা জটিল বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করব। এর মধ্যে ইউক্রেন সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানের মতো বিষয়ও রয়েছে।"

s jaishankarty1.jpg

এরপর তিনি বলেন,''শান্তি প্রতিষ্ঠার জন্য সমস্ত সাম্প্রতিক প্রচেষ্টাগুলিকে ভারত সমর্থন করে। আমরা আশা করি, সব পক্ষই গঠনমূলক উপায়ে এই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।"