/anm-bengali/media/media_files/2025/05/08/8OKpjYKCxSIl4fOIpH8S.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হল আন্তর্জাতিকভাবে খুঁজে পাওয়া সন্ত্রাসী আব্দুল রউফ আজহার। বুধবার পাকিস্তানের পাঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডে চালানো হামলায় মৃত্যু হয় জইশ-ই-মোহাম্মদের এই শীর্ষ নেতার, যিনি ১৯৯৯ সালের IC-814 বিমান ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ছিলেন।
সূত্রের দাবি অনুযায়ী, পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুরিদকেতে চালানো সফল ক্ষেপণাস্ত্র হামলায় জইশ ও লস্কর-ই-তৈবার গুরুত্বপূর্ণ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই দুটি সংগঠনই ভারতের মাটিতে একের পর এক রক্তাক্ত হামলার জন্য দায়ী।
/anm-bengali/media/media_files/2025/05/08/CwBtz7iV3E2iWaKU5Xbh.jpg)
জইশ-ই-মোহাম্মদের সর্বোচ্চ অপারেশনাল কম্যান্ডার ছিলেন এই আব্দুল রউফ আজহার। ২০০৭ সালে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯৯ সালে মাত্র ২৪ বছর বয়সে IC-814 ছিনতাইয়ের মূল চক্রী হয়ে উঠেছিলেন রউফ আজহার। ২০০১ সালে ভারতীয় সংসদ ও জম্মু-কাশ্মীর বিধানসভায় হামলার মূল কান্ডারী ছিলেন তিনি। ২০১৬-তে পাঠানকোট হামলা, এরপর নাগরোটা, কাঠুয়া সেনা ঘাঁটি এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম মাথা এই আব্দুল রউফ আজহার। আর তাঁর এই ভাবে মৃত্যু ভারতের জন্যে যে বড় সাফল্য, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us