New Update
/anm-bengali/media/media_files/ZqZxqmRKSCpbOexVpSnq.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ওয়াগনার গোষ্ঠীর বিরোধের জেরে চরম বিপাকে পড়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার ভয় পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই ওয়াগনার গোষ্ঠীকে মারাত্মক হুমকি বলে ঘোষণা করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
/anm-bengali/media/post_attachments/6O6CR32Hs9GI6oZonEPU.jpg)
আর এই বিষয়েই এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে ইউক্রেন। শনিবার কিয়েভ থেকে ইউক্রেনের রাষ্ট্রপতির সহযোগী মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, "রাশিয়ায় সবে তো শুরু হচ্ছে"। ফলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের বর্তমান মুহৃর্তে দাঁড়িয়ে ওয়াগনার গোষ্ঠীর এই বিরোধিতার ফলে পুতিনের কি হবে তাই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
#BREAKING 'Everything is just beginning in Russia': Ukraine president aide pic.twitter.com/eadRq9L3Vw
— AFP News Agency (@AFP) June 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us