জাতিসংঘ স্বীকৃত অহিংসা দিবসে গান্ধীজির দর্শনের প্রচার জরুরি: বিরো দিয়াওয়ারা

জেনেভায় রাড্ডো ও ইন্টারফেইথ ইন্টারন্যাশনালের প্রতিনিধি জানালেন, শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় গান্ধীর আদর্শই পথপ্রদর্শক।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-02 9.41.39 PM

নিজস্ব সংবাদদাতা: রাড্ডো (RADDHO) ও ইন্টারফেইথ ইন্টারন্যাশনালের প্রতিনিধি বিরো দিয়াওয়ারা এক বক্তব্যে জানান, “২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে আমাদের সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে। যেমন— আন্তর্জাতিক শান্তি দিবস। মহাত্মা গান্ধীর জন্মদিনও আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়। এই দিবস পালনের মূল বার্তা হলো অহিংসার নীতি সম্পর্কে শিক্ষার প্রসার ঘটানো এবং মহাত্মা গান্ধীর দর্শনকে প্রচার করা।”

বিরো দিয়াওয়ারা আরও বলেন, বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে গান্ধীজির আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।