BREAKING: হিজবুল্লাহর ঘাঁটিতে ফের ব্যাপক হামলা চালালো ইসরায়েলে ! দেখুন বড় খবর

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: গতকাল লেবাননের রাজধানী বেইরুটের, দক্ষিণ উপ শহরের, বেশ কয়েকটি স্থানে ফের ব্যাপক মাত্রায় বিমান হামলা চালালো ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে, এসব জায়গায় হিজবুল্লাহ ড্রোন তৈরি করার জন্য মাটির নীচে ঘাঁটি তৈরি করেছিল। এক মাসের বেশি সময় পর, এই প্রথম বেইরুটের আশেপাশে ফের ইসরায়েল হামলা চালালো। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এটি ছিল ইসরায়েলের চতুর্থ হামলা। এই হামলার আগে ইসরায়েল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে, আগাম সতর্কবার্তা দিয়ে জানায় যে তারা বেইরুটের চারটি স্থানের মোট আটটি ভবনে আঘাত হানবে। এই বিষয়ে ইসরায়েল দাবি করেছে যে, হিজবুল্লাহ যাতে ফের উঠে দাঁড়াতে না পারে, সেজন্যই তারা এসব হামলা চালাচ্ছে।

israel air strike.jpg