'পশুর মতো আচরণ করছে হামাস, কেউ বাঁচবে না'

কবে থামবে এই ধ্বংসলীলা? কবে থামবে সংঘর্ষ?

author-image
SWETA MITRA
New Update
xsaaaas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Hamas) সম্পর্কে বড় মন্তব্য করলেনইসরায়েলিমন্ত্রীআভিডিচটার। তিনি আজ শুক্রবারবলেছেন, "হামাসপশুরমতোআচরণকরেছিল।আমরাসেইমানবপ্রাণীদেরটার্গেটকরতেযাচ্ছি। কেউপালাতেপারবেনা।“ এছাড়া গাজার হাসপাতালে বোমা হামলার বিষয়ে ইসরায়েলি মন্ত্রী আভি ডিচটার বলেন, 'গাজার একটি হাসপাতালে যা ঘটেছে তা ছিল ফিলিস্তিনি দের কাজ। এটা কাকতালীয় ঘটনা নয় যে, যেদিন মার্কিন প্রেসিডেন্টের এখানে আসার কথা ছিল, সেদিনই এমন ঘটনা ঘটেছে। এটা বিমান হামলার বোমা থেকে ঘটেনি।‘ শুনুন তাঁর বক্তব্য...