New Update
/anm-bengali/media/media_files/DGer0dPFvDm0aq4aagsC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল জানিয়েছে, গত মাসে অধিকৃত পশ্চিম তীরে এক ব্রিটিশ-ইসরায়েলি নারী ও তার দুই কন্যাকে হত্যার দায়ে অভিযুক্ত তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এক বিবৃতিতে বলা হয়, নাবলুসে সেনাবাহিনী, পুলিশ ও শিন বেট সিকিউরিটি সার্ভিসের যৌথ অভিযানে দুই সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী হামাসের সদস্য এবং তাদের সহায়তা করার অভিযোগে অভিযুক্ত তৃতীয় ব্যক্তি নিহত হয়েছেন।
গত ৭ এপ্রিল জর্ডান উপত্যকার হামরার কাছে তাদের গাড়িতে হামলার পর নিহত তিনজনকে 'লেয়া, মাইয়া ও রিনা ডি'র খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শিন বেট।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us