New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা উত্তর-পূর্ব গাজার বেইত হানুনে বিমান হামলা চালাচ্ছে।
এক বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে কয়েক ডজন যুদ্ধবিমান ওই এলাকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে বলা হয়েছে যে ভূগর্ভস্থ অবকাঠামো সহ হামাসের ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এর আগে জানা যায় যে প্রায় ৪০টি বিমান হামলা এই এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে।
গত সপ্তাহে বেইত হানুনে এক অতর্কিত হামলায় পাঁচ ইজরায়েলি সেনা নিহত হন।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2019/06/7f8c7451eb794195a4a464561fad9a04_18-118471.jpeg?resize=770%2C513&quality=80)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us