ইজরায়েলি পতাকার পাশে মোমবাতি, রক্তের দাগে কাঁপছে ওয়াশিংটন

জিউইশ মিউজিয়ামের সামনে গুলিতে নিহত ইজরায়েলি দম্পতি। হোয়াইট হাউসের সামনে জনতার শ্রদ্ধা। তদন্তে উঠে আসছে সম্ভাব্য ধর্মীয় বিদ্বেষের ইঙ্গিত।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : হোয়াইট হাউসের সামনে জমায়েত হয়ে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মী—ইয়ারন লিসচিনস্কি ও সারা লিন মিলগ্রিমের প্রতি শ্রদ্ধা জানালেন সাধারণ মানুষ। 

publive-image

উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর জিউইশ মিউজিয়ামের বাইরে গুলি চালানো হয় ওই দম্পতির উপর। ঘটনাস্থলেই মারা যান তারা। নিহত দুইজনই ইজরায়েলি দূতাবাসের স্টাফ ছিলেন এবং যুক্তরাষ্ট্রে কূটনৈতিক দায়িত্বে নিযুক্ত ছিলেন বলে জানানো হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে শোকাহত ইজরায়েলি ও মার্কিন প্রশাসন। ঘটনাটির তদন্তে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে এফবিআই ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। ধর্মীয় বিদ্বেষ না কি অন্য কোনো উদ্দেশ্য—তা জানতে তদন্ত চলছে জোরকদমে।

ওয়াশিংটনের রাজধানীজুড়ে এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। হোয়াইট হাউসের সামনে মোমবাতি জ্বালিয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে জড়ো হন বহু সাধারণ মানুষ ও কূটনৈতিক মহলের প্রতিনিধি।