/anm-bengali/media/media_files/2025/05/23/1000209215-481809.webp)
নিজস্ব সংবাদদাতা : হোয়াইট হাউসের সামনে জমায়েত হয়ে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মী—ইয়ারন লিসচিনস্কি ও সারা লিন মিলগ্রিমের প্রতি শ্রদ্ধা জানালেন সাধারণ মানুষ।
/anm-bengali/media/media_files/2025/05/23/1000209214-681805.jpg)
উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর জিউইশ মিউজিয়ামের বাইরে গুলি চালানো হয় ওই দম্পতির উপর। ঘটনাস্থলেই মারা যান তারা। নিহত দুইজনই ইজরায়েলি দূতাবাসের স্টাফ ছিলেন এবং যুক্তরাষ্ট্রে কূটনৈতিক দায়িত্বে নিযুক্ত ছিলেন বলে জানানো হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে শোকাহত ইজরায়েলি ও মার্কিন প্রশাসন। ঘটনাটির তদন্তে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে এফবিআই ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। ধর্মীয় বিদ্বেষ না কি অন্য কোনো উদ্দেশ্য—তা জানতে তদন্ত চলছে জোরকদমে।
ওয়াশিংটনের রাজধানীজুড়ে এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। হোয়াইট হাউসের সামনে মোমবাতি জ্বালিয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে জড়ো হন বহু সাধারণ মানুষ ও কূটনৈতিক মহলের প্রতিনিধি।
#WATCH | Washington, DC: People pay tribute to Israeli Embassy staff members Yaron Lischinsky and Sarah Lynn Milgrim, outside the White House
— ANI (@ANI) May 23, 2025
The couple were shot dead outside Capital Jewish Museum in Washington, DC, on Wednesday night. pic.twitter.com/BlsnqN63Ni
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us