সুইদায় ইসরায়েলি হামলা: দ্রুজ সুরক্ষার দাবি

সুইদায় দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষায় সিরিয়ার সরকারি বাহিনীর ওপর ইসরায়েলের হামলা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-15 9.53.29 PM

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল মঙ্গলবার সিরিয়ার দ্রুজ-অধুষ্যিত সুইদা অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা "দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার্থে" পরিচালিত হয়েছে।

Syria: Civilians at Risk Amid Renewed Hostilities | Human Rights Watch

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "সুইদা অঞ্চলে সিরিয়ার সেনাবাহিনী দ্বারা দ্রুজ জনগোষ্ঠীর ওপর যেসব দমনমূলক পদক্ষেপ ও সহিংসতা চালানো হচ্ছিল, তার প্রতিক্রিয়ায় আমাদের বাহিনী টার্গেটেড স্ট্রাইক চালিয়েছে।" সুইদা অঞ্চলে বহু বছর ধরেই দ্রুজ সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বাস করে আসছে। সম্প্রতি ওই অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

সিরিয়ান সরকার এখনো ইসরায়েলের এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, হামলায় কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও প্রাণহানির সংখ্যা এখনো নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এই হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।