/anm-bengali/media/media_files/2025/07/27/israel-army-1-2025-07-27-11-47-02.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলি সেনাবাহিনী গাজার নির্দিষ্ট কিছু এলাকায় সাময়িকভাবে ‘ট্যাকটিকাল পজ’ বা কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছে। রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) বিবৃতিতে বলা হয়েছে, মানবিক সহায়তা পৌঁছানো এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থে গাজার দক্ষিণাংশে নির্দিষ্ট সময়ের জন্য এই সাময়িক বিরতি কার্যকর করা হচ্ছে। তবে এই ঘোষণা সামগ্রিক যুদ্ধবিরতির অংশ নয় বলেও স্পষ্ট করা হয়েছে।
এই ট্যাকটিকাল পজ মূলত রাফা ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে কার্যকর হচ্ছে, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী লড়াই চলছিল। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/27/israel-army-2025-07-27-11-45-49.jpg)
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই বিরতির সময়সীমা প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী হবে এবং নির্দিষ্ট এলাকাগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে হামাস বা গাজার অন্যান্য সশস্ত্র সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানবিক সংস্থাগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানিয়ে যাচ্ছে। গাজায় চলমান সংঘর্ষে গত কয়েক মাসে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আন্তর্জাতিক মহল এই উদ্যোগকে আংশিক পদক্ষেপ হিসেবে দেখছে এবং আরও স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে।
#BREAKING Israeli army announces 'tactical pause' in parts of Gaza pic.twitter.com/ukhWm3JN2Z
— AFP News Agency (@AFP) July 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us