New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল বুধবার গাজায় ৩০ জন ফিলিস্তিনীর দেহ ফিরিয়ে দিয়েছে, যা যুদ্ধবিরতির চুক্তির অধীনে হস্তান্তরিত মোট সংখ্যাকে ১৯৫ এ পৌঁছিয়েছে বলে হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সৃষ্ট চুক্তির আওতায়, ইসরায়েলকে প্রতিটি ফেরত আসা ইসরায়েলি বন্ধীর দেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির দেহ হস্তান্তর করতে হবে। ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে যে, আগের দিন গাজা থেকে ফেরত আসা আরও দুই বন্দির পরিচয় আরিয়ে জালমানোভিচ এবং মাস্টার সার্জেন্ট তামির আদার হিসেবে শনাক্ত হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/23/screenshot-2025-10-23-010918-2025-10-23-01-09-36.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us