/anm-bengali/media/media_files/2025/05/06/8065BwlsbF6ZRSMN9dBr.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গাজা উপত্যকায় চলমান খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে সমালোচনার ঝড় উঠেছে, তা বুধবার প্রত্যাখ্যান করেছে তেল আবিব। ইসরায়েল স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই সংকটের জন্য দায়ী হামাস, যারা "ইচ্ছাকৃতভাবে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি করছে"।
ইসরায়েলি প্রতিরক্ষা ও পররাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক সহায়তা ও খাদ্য সরবরাহ যাতে ঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা হামাসই বাধা দিচ্ছে।
ইসরায়েলের এক মুখপাত্র বলেন, “আমরা খাদ্য এবং ত্রাণ ঢুকতে দিচ্ছি, কিন্তু হামাস তা জোর করে আটকে রাখছে এবং সংকটকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/08/NwMYLIarX4Ycte13GLCn.webp)
এই বক্তব্যে ইসরায়েল আন্তর্জাতিক মহলে নিজস্ব অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলি বলছে, অবরোধ এবং সামরিক অভিযানের ফলে গাজায় খাদ্য, পানি ও ওষুধের প্রবল সংকট তৈরি হয়েছে, যার দায় এড়াতে পারে না ইসরায়েল।
এই ইস্যুতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে, বিশেষ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us