BREAKING: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে ইরান ! এবার জাতিসংঘে ইরানের বিরুদ্ধে সরব হল ইসরায়েল

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার জাতিসংঘেও ইরানের বিরুদ্ধে সরব হল ইসরায়েল। আজ জাতিসংঘে ইরানের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ করেন, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন,''আজ রাতে ইসরায়েল, ইরানের পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরিকাঠামোগুলির বিরুদ্ধে অপারেশন ‘রাইজিং লায়ন’ শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো ইসরায়েল ও গোটা বিশ্বের জন্য ভবিষ্যতে যেটি একটি অস্তিত্বগত হুমকি হতে চলেছে, তা সম্পূর্ণভাবে দূর করা।” এরপর তিনি বলেন,''ইরানের শাসকগোষ্ঠী আন্তর্জাতিক চুক্তি ভেঙে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে এবং একটি আঞ্চলিক সন্ত্রাস নেটওয়ার্ক পরিচালনা করছে। যখন সারা বিশ্ব এই বিষয়ে নীরব, তখন এর বিরুদ্ধে ইসরায়েল পদক্ষেপ নিচ্ছে।”

War