BREAKING: তড়িঘড়ি খালি করতে বলা হল শহর ! এবার আরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চলেছে ইসরায়েল

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF), ইরানের পশ্চিমাঞ্চলের আরাক ও খোন্দাব শহরের বাসিন্দাদের জন্য এক বিশেষ জরুরি সতর্ক বার্তা জারি করেছে। এই বার্তায় বলা হয়েছে যে,''আমরা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত ইরানি সেনাবাহিনীর সামরিক পরিকাঠামোগুলির বিরুদ্ধে অভিযান চালিয়ে চলেছি। ইরানের সাধারণ মানুষ এই এলাকাগুলিতে উপস্থিত থাকলে,তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। তাই ইরানের নাগরিকদের কাছে অনুরোধ আপনারা দ্রুত আরাক-খোন্দাব এলাকার এই নির্দিষ্ট অংশ থেকে সরে যান।” বিবৃতিতে যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে একটি লাল বৃত্ত দিয়ে একটি বিশেষ অংশকে চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত অংশটি গুগল স্যাটেলাইট চিত্র অনুযায়ী আরাকের পারমাণবিক স্থাপনাকে নির্দেশ করে। এই জায়গায় একটি হেভি ওয়াটার রিয়্যাক্টর ও হেভি ওয়াটার উৎপাদন কেন্দ্র রয়েছে।

War