/anm-bengali/media/media_files/2025/05/21/y6wXD4dWKPnCtH0zTcTn.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন গোয়েন্দা সূত্রে উঠে এসেছে এক গুরুতর তথ্য। দাবি করা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েল খুব শিগগিরই হামলা চালাতে পারে।
/anm-bengali/media/media_files/2024/12/25/1000132645.jpg)
এই পরিস্থিতিতে যখন আমেরিকা ও ইউরোপ কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টায় ব্যস্ত, তখন ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইরানের পরমাণু কার্যকলাপ ঘিরে ইসরায়েলের দীর্ঘদিনের সন্দেহ আরও তীব্র হয়েছে। ফলে, কোনও একতরফা সামরিক পদক্ষেপ আসন্ন বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ওয়াশিংটনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে কূটনৈতিক স্তরে পরিস্থিতি সতর্ক নজরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
US Intel points to possible Israeli strike on Iran nuclear sites amid diplomatic push
— ANI Digital (@ani_digital) May 21, 2025
Read @ANI Story | https://t.co/sddhSjdBSD#US#Israel#Iranpic.twitter.com/8Ig69VX9eZ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us