ইরানের পর ইসরায়েল, দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা

তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
israel iran a

File Picture

নিজস্ব সংবাদদাতা: 'অপারেশন সিন্ধু'-র মারফত ইরানের ভারতীয় বাসিন্দারা সেই দেশ ছেড়ে এদেশে আসতে শুরু করেছেন। এবার পালা ইসরায়েলের।

ভারত সরকার ইসরায়েল থেকে যে সমস্ত ভারতীয় নাগরিক চলে আসতে চান তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল থেকে ভারতে তাদের ভ্রমণ স্থল সীমান্ত দিয়ে এবং তারপরে বিমানের মাধ্যমে ভারতে আনা হবে। সমস্ত ভারতীয় নাগরিকদের তেল আবিবে ভারতীয় দূতাবাসে (https://indembassyisrael.gov.in/indian_national_reg) নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে  ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও প্রশ্নের ক্ষেত্রে, তারা তেল আবিবে ভারতীয় দূতাবাসে প্রতিষ্ঠিত ২৪/৭ নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে পারেন: টেলিফোন নম্বর: +৯৭২ ৫৪-৭৫২০৭১১; +৯৭২ ৫৪-৩২৭৮৩৯২; ইমেল: cons1.telaviv@mea.gov.in।

GtzwpEsbMAAtAVq