/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ইরানের বুশেহর শহরে ফের একবার ব্যাপক হামলা চালালো ইসরায়েল। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো গোটা এলাকা। আজ এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যদিও বুশেহর শহরের ঠিক কোন কোন জায়গায় আঘাত হেনেছে ইরান তা এখনও স্পষ্ট নয়। এই বুশেহর শহরেই রয়েছে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এবং এটি পারস্য উপসাগরের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুশেহর শহরের দুটি জায়গায় হামলা হয়েছে, তবে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল কিনা, সে বিষয়ে কিছু বলা হয়নি। কিছুদিন আগেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছিলেন যে, বুশেহর পারমাণবিক কেন্দ্রে সরাসরি আঘাত হলে “প্রচুর পরিমাণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে,” যা শত শত কিলোমিটার পর্যন্ত মানুষের ওপর প্রভাব ফেলতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/22/screenshot-2025-06-22-2025-06-22-13-43-42.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us