ইসরায়েলের শক্তিবৃদ্ধি, ভয় পাবে হামাস

ইসরায়েল-প্যালেস্টাইনের সংঘর্ষের মাঝেই আরও খানিকটা শক্তি বাড়ল ইসরায়েলের।

New Update
জম্ন

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলে ঘটে চলা ক্রমাগত হামলার ঘটনায় চিন্তিত গোটা বিশ্বই। ইসরায়েলে যে রক্তাক্ত চিত্র দেখা যাচ্ছে তাতে ইসরায়েলকে নিয়ে চিন্তা প্রকাশ করছে বন্ধু দেশগুলি। অনেকেই পাশে থাকার বার্তা দিয়েছেন ইতিমধ্যেই। সেই তালিকায় যুক্ত হয়েছে আমেরিকার মত শক্তিশালী দেশও। এবার আরও খানিকটা শক্তি বাড়ল ইসরায়েলের।

যা জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইতালির নেতারা ইসরায়েলের প্রতি তাদের "অটল ও ঐক্যবদ্ধ" সমর্থন প্রকাশ করেছে। একই সাথে হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস। শক্তিশালী দেশগুলির সমর্থন মানে ইসরায়েলের শক্তি বৃদ্ধিই। একই সাথে এই ঘটনায় বেশ চাপ বাড়ছে প্যালেস্টাইনের। শক্তিশালী দেশগুলি একত্রিত হলে, হামাস জঙ্গিগোষ্ঠীর যে একেবারেই উপকার হবে না, তা নিশ্চিত বিশেষজ্ঞরা।