New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার গাজার দেইর আল-বালাহ এলাকায় ব্যাপক হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের এই হামলার ফলে এই এলাকার বেশকিছু মসজিদ ও কবরস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার সাথে সাথেই ইসরায়েল ও হামাসের মধ্যে যাবতীয় যুদ্ধবিরতির সম্ভাবনাও সম্পূর্ণ শেষ হয়ে গেল। যদিও ইসরায়েল এর আগেই বলেছে যে, ''এই যুদ্ধ ততক্ষন চলবে যতক্ষণ না হামাস সম্পূর্ণভাবে নির্মূল হয়।'' ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১,২০০ জন ইসরায়েলি জনগণ নিহত ও ২৫১ জনকে আটক করার পর এই সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৫৪,০০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
/anm-bengali/media/media_files/2025/06/02/6SMTF5ZzD0cMY864gDb5.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us