BREAKING: সাপের মাথায় আঘাত করে এসেছি ! ইরানের ওপর হামলাকে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ইরান হামলা ও 'অপারেশন রাইজিং লায়ন' নিয়ে এক বিরাট মন্তব্য করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন,''আমাদের এই হামলা এক ঐতিহাসিক মুহূর্তের মতো। আসলে আমরা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে একবার সুযোগ হারালে আর কখনও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়া সম্ভব হবে না। আর এই অস্ত্রই একদিন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।” এরপর তিনি বলেন,“গত দেড় বছর ধরে আমরা ইরানের প্রতিনিধিদের মোকাবিলা করেছি, কিন্তু এবার আমরা সরাসরি সাপের মাথায় আঘাত করেছি।”

War