New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার সরাসরি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRINN-এর ষ্টুডিওতে হামলার দায় স্বীকার করে নিল ইসরায়েল। আজ এই বিষয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে,''গোয়েন্দা মারফত পাওয়া তথ্যের ভিত্তিতেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছিল। কারণ এই ষ্টুডিও বিল্ডিংটি ইরানের সশস্ত্র বাহিনী সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল।'' তারা আরও দাবি করেছে যে, ''এই হামলা ইরানের সামরিক বাহিনীর সক্ষমতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে। এই হামলার আগে, এই জেলার সমস্ত সাধারণ মানুষকেই, আগাম সতর্ক করে দেওয়া হয়েছিল একটি ফোন কলের মাধ্যমে।'' উল্লেখ্য এর আগেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, 'উস্কানি ও প্রোপাগান্ডা' চালানোর অভিযোগে এই সংবাদ সংস্থার ওপর আক্রমণ করার হুমকি দিয়েছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us