হিজবুল্লাহকে নিয়েই ছিল ভয়, আঘাত হানল ইসরায়েল

হিজবুল্লাহ যেমন-তেমন জঙ্গি গোষ্ঠী নয়, অনেক গুণ বেশি শক্তি ধরে তারা।

New Update
hezbollah.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আশঙ্কা সত্যি হল। লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহকে নিয়েই ভয় ছিল ইসরায়েলের। কেননা, হামাস জঙ্গি সংগঠনের সাথে হিজবুল্লাহ-র সম্পর্ক গভীর। আর সেই গভীর সম্পর্কের প্রভাব যদি ইসরায়েলের ওপর পরে, তাহলে লড়াইটা ভয়ঙ্কর কঠিন হবে ইসরায়েলের পক্ষ থেকে। আসলে হিজবুল্লাহ যেমন-তেমন জঙ্গি গোষ্ঠী নয়, অনেক গুণ বেশি শক্তি ধরে লেবাননের হিজবুল্লাহ। প্রায় ৪৫ হাজার সৈন্য নিয়ে তৈরী তাঁদের দল, এছাড়াও রয়েছে উন্নত প্রযুক্তি সম্পন্ন মিসাইল। দেড় লক্ষের বেশি মিসাইল রয়েছে তাঁদের। তাই বোঝায় যাচ্ছে কতোটা শক্তি ধরে হিজবুল্লাহ।

ঠিক এমন অবস্থায় হিজবুল্লাহ-র দিকে আগেই আক্রমণ শানিয়ে দিল ইসরায়েল। আজ ইসরায়েলের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের দিকে যে গুলিবর্ষণ করেছিল, তার পালটা জবাব দিতে ইসরায়েল এয়ার ফোর্স হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের সামরিক ঘাঁটি গুলিতে আঘাত হেনেছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল্লাহ-র সামরিক ঘাঁটি গুলি। এই অভিযানের ভিডিও সামনে এনেছে আইএএফ। তবে এরপরই যে বিষয়টি ভাবাচ্ছে, তা হল হিজবুল্লাহ এই অভিযান সহজ ভাবে মেনে নেবে না। তারা এর পালটা কি আঘাত হানে, এখন সেটাই দেখার।

hiren